আজকাল ওয়েবডেস্ক:‌ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির শারীরিক অবস্থা সঙ্কটজনক। গত শনিবার থেকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বুধবার আইসিইউয়ে তাঁকে অতিরিক্ত পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।


বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, অভিজিৎ গাঙ্গুলির শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। বুধবার থেকে তাঁকে আইসিইউয়ে অতিরিক্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল টিম গঠন হয়েছে। তাদের তত্ত্বাবধানে রয়েছেন বিজেপি সাংসদ। 


প্রসঙ্গত, গত শনিবার থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন সাংসদ। ওইদিন রাতে বেশ কয়েক বার বমি হয়েছিল তাঁর। পেটে ছিল ব্যথা। তারপর থেকেই বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর। অভিজিতের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ রয়েছে তাঁর। 

 

 

ফাইল ছবি